Search This Blog

FCO Travel Advice

Bangladesh Travel Advice

AFRICA Travel Widget

Asia Travel Widget

Saturday, January 1, 2011

শুভলং, রাঙামাটি


শুভলং, রাঙামাটি

শুভলঙের ঝর্নাটি বেশ আকর্ষণীয়। এখানে স্নান করলে মন ভরে যাবে আনন্দে। কাপ্তাই লেকের কোলে বিশাল উঁচু পাহাড়ের গা বেয়ে এ ঝর্নার জল এসে পড়ে নিচে। যদিও এ সময়ে এ ঝর্নার জলে কিছুটা ঘাটতি দেখা যায়। ইচ্ছে হলে বোট থামিয়ে ঝর্নার জলে শরীরটা ভিজিয়ে নিতে পারেন। শুভলং যাওয়ার পথে আরো দু-একটি ছোট ছোট ঝর্নার দেখা মিলবে। সেগুলোও দেখে নিতে পারেন।

কিভাবে যাবেন : রাঙামাটি শহর থেকে ইঞ্জিন বোটে শুভলং যেতে সময় লাগে প্রায় দুই ঘন্টা। রিজার্ভ বাজার, তবলছড়ি বাজার এবং পর্যটন কমপ্লেক্স থেকে ইঞ্জিন বোট ভাড়া পাওয়া যায়। যাওয়া আসার ভাড়া ৭০০- ১৫০০ টাকা। যেতে পারবেন ১০ থেকে ২০ জন। সম্প্রতি চালু হয়েছে এই পথে আধুনিক জলযান কেয়ারী কর্ণফুলী। এছাড়া রিজার্ভ বাজার থেকে সকাল থেকে দুপুরের পর পর্যন্ত লোকাল লঞ্চ ছাড়ে বিভিন্ন গন্তব্যে। সকালে উঠলে ফিরতি পথেও পেয়ে যাবেন কোনো লঞ্চ। ঘুরে আসতে পারেন সেসব কোনো লঞ্চেও। শুভলং যতো না সুন্দর, তার চেয়ে আরো সুন্দর এর যাওয়ার পথটি। দুপাশে উঁচু পাহাড় তার মাঝ থেকে নিরবধি বয়ে চলা কাপ্তাই লেক।
Source: http://mynewspapercut.blogspot.com

শুকিয়ে গেছে শুভলং ঝরণা

পর্যটকদের অন্যতম আকর্ষণ রাঙামাটির শুভলং ঝরণা। শীত মৌসুমের শুরুতে প্রতিদিন শত শত পর্যটক রাঙামাটিতে ভিড় জমাচ্ছে। প্রকৃতিপ্রেমী এসব মানুষ রাঙামাটির অন্যতম আকর্ষণ শুভলং ঝরণার পাড়ে ছুটে যায়। কিন্তু প্রাকৃতিক উত্স নষ্ট হয়ে যাওয়ায় শুকিয়ে গেছে শুভলং ঝরণা। ঝরণার এ দুরবস্থা দেখে প্রতিনিয়ত হতাশ হচ্ছেন পর্যটকরা। এ দৃশ্য গত মঙ্গলবার ক্যামেরাবন্দি করেন আমাদের রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ সোলায়মান
Source: Daily Amardesh 9th December,2010

No comments:

Post a Comment