Search This Blog

AFRICA Travel Widget

Error loading feed.

Asia Travel Widget

Error loading feed.

Monday, January 17, 2011

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে কয়লার সন্ধান

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে কয়লার সন্ধান

তারিখ: ১৭-০১-২০১১

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি এলাকায় গহীন অরণ্যে কয়লার সন্ধান পাওয়া গেছে। একটি নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন যৌথভাবে রোববার পরিদর্শনে গিয়ে এ কয়লার সন্ধান লাভ করে।
জানা গেছে, বর্মাছড়ি এলাকায় কয়লার খনি আছে—এমন খবর সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের কাছে আসার পর ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মো. সালাহউদ্দিন আল মুরাদ এবং লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান, থানা ইনচার্জ মো. শাহজাহান, থানা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হাসেমসহ একটি দল কয়লার খনি পরিদর্শন করেন।
লে. কর্নেল সালাহউদ্দিন ও ইউএনও মিজানুর জানান, তাঁরা একটি পাহাড়জুড়েই কয়লা দেখতে পেয়েছেন। পাশের পাহাড়ি ছড়া দিয়ে পানিতে কয়লার টুকরো ভেসে ভেসে চলে যাচ্ছে। পথচারীরা আগুন দিয়ে কয়লা পুড়ে পরীক্ষা করেছে—এমন চিহ্ন পড়ে আছে।
এলাকাবাসী জানান, কেউ কেউ এ পাহাড় থেকে কয়লা নিয়ে বাসা-বাড়িতে রান্না করছে। পরিদর্শনে যাওয়া কর্মকর্তারা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে এসেছেন এবং শিগগিরই খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ে পরীক্ষা করার জন্য পাঠাবেন বলে ইউএনও জানান।
এর আগে ৩০ ফিল্ড রেজিমেন্টের আর্টিলাটির তত্কালীন জোন অধিনায়ক লে. কর্নেল মো. আসিফ আবদুর রউফ প্রথম এ কয়লার সন্ধান পেয়ে তদন্ত করার চেষ্টা চালান। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘটনাস্থলে যেতে পারেননি। বাসস।

No comments:

Post a Comment