Search This Blog

FCO Travel Advice

Bangladesh Travel Advice

AFRICA Travel Widget

Asia Travel Widget

Sunday, September 4, 2011

রূপময়ী কাপ্তাই পাহাড়-নদীর হাতছানি

রূপময়ী কাপ্তাই পাহাড়-নদীর হাতছানি

-মো. রেজাউল করিম



প্রকৃতিকে সঙ্গে নিয়ে ঈদ আনন্দ উপভোগ করার জন্য যে কোনো পর্যটককে আকৃষ্ট করতে পারে কাপ্তাই উপজেলায় অবস্থিত পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের কাপ্তাই ন্যাশনাল পার্ক। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অনাবিল আনন্দ বিনোদনের দেশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কাপ্তাই ন্যাশনাল পার্কের ‘প্রশান্তি’। আনন্দময় ঈদ আয়োজনকে আরও আনন্দময় করতে পর্যটকদের জন্য এখন উন্মুখ রয়েছে ন্যাশনাল পার্ক। সবুজ বৃক্ষ আর পাহাড় ঘেরা কর্ণফুলী নদী বেষ্টিত ন্যাশনাল পার্ক প্রকৃতিপ্রেমী পর্যটকদের মন ভরিয়ে দিতে প্রকৃতির অপার সৌন্দর্য সব রকম আয়োজনে সেজে আছে।
কাপ্তাই ন্যাশনাল পার্কের পাশাপাশি কাপ্তাই ৪ ওয়াগ্গা বিজিবি জোন পরিচালিত প্যানারোমা জুম রেস্তোরাঁ এবারের ঈদ উপলক্ষে পর্যটকদের সরব পদচারণায় মুখরিত হয়ে উঠবে বলে বিজিবি সদস্যরা জানান। চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের পাহাড়ের পাদদেশে কর্ণফুলী নদীর তীরে ওয়াগ্গাছড়া, কাপ্তাইয়ে ৯০’র দশকে স্থাপিত হয় এই পর্যটন স্পটটি। এছাড়া ২০০০ সালে স্থাপিত হয় কাপ্তাই ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক ও জুম রেস্তোরাঁর চতুর্দিকে রয়েছে প্রাকৃতিক নানা জীববৈচিত্র্য। একটু নিরিবিলিতে দাঁড়ালেই দেখা যাবে বানর, হরিণ ও নানা প্রজাতির পশু-পাখির অবাধ বিচরণ। ন্যাশনাল পার্ক ও জুম রেস্তোরাঁয় পিকনিক কর্নার এবং শুটিং স্পটসহ সব ধরনের বিনোদন সুযোগ-সুবিধা রয়েছে। এসব সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে চা বাগান ভ্রমণ, নৌ-বিহার, পিকনিক ও শুটিং স্পট, নিরাপত্তামূলক ব্যবস্থা।
কাপ্তাই ন্যাশনাল পার্কের পাশাপাশি কাপ্তাই ৪ ওয়াগ্গা বিজিবি জোন পরিচালিত প্যানারোমা জুম রেস্তোরাঁ এবারের ঈদ উপলক্ষে পর্যটকদের সরব পদচারণায় মুখরিত হয়ে উঠবে বলে বিজিবি সদস্যরা জানান। চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের পাহাড়ের পাদদেশে কর্ণফুলী নদীর তীরে ওয়াগ্গাছড়া, কাপ্তাইয়ে ৯০’র দশকে স্থাপিত হয় এই পর্যটন স্পটটি। এছাড়া ২০০০ সালে স্থাপিত হয় কাপ্তাই ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক ও জুম রেস্তোরাঁর চতুর্দিকে রয়েছে প্রাকৃতিক নানা জীববৈচিত্র্য। একটু নিরিবিলিতে দাঁড়ালেই দেখা যাবে বানর, হরিণ ও নানা প্রজাতির পশু-পাখির অবাধ বিচরণ। ন্যাশনাল পার্ক ও জুম রেস্তোরাঁয় পিকনিক কর্নার এবং শুটিং স্পটসহ সব ধরনের বিনোদন সুযোগ-সুবিধা রয়েছে। এসব সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে চা বাগান ভ্রমণ, নৌ-বিহার, পিকনিক ও শুটিং স্পট, নিরাপত্তামূলক ব্যবস্থা।
কাপ্তাইয়ের প্রাকৃতিক শ্যামল সবুজে সৌন্দর্যভরা দুইদিকে পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া নিবিড় শান্ত শীতল জলের কর্ণফুলী নদী ভ্রমণের সব আয়োজন। এছাড়া সমুদ্রের বেলাভূমির আমেজে কর্ণফুলী নদীতে নিরাপদ গোসলের ব্যবস্থা আছে। নামাজের জন্য আলাদা ঘরসহ পুরুষ-মহিলাদের জন্য টয়লেট ও প্রসাধনীর ব্যবস্থা রয়েছে। নাট্যানুষ্ঠানসহ যাবতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার জন্য মনোরম পরিবেশে পাহাড়ের ঢালে রয়েছে সাংস্কৃতিক মঞ্চ। উক্ত মঞ্চে যে কোনো ধরনের অনুষ্ঠান পরিচালনা করা যায়। এছাড়া রয়েছে গাড়ি পার্কিং সুবিধাসহ অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি। প্যানোরমা জুম রেস্তোরাঁ সপরিবারে ভ্রমণের একটি চিত্ত আকর্ষণীয় বিনোদনমূলক প্রতিষ্ঠান।


কাপ্তাই ন্যাশনাল পার্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক জাহিদুর রহমান মিয়া জানান, ঈদকে সামনে রেখে কাপ্তাই ন্যাশনাল পার্কে নিরাপদে পর্যটকদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের যাবতীয় আয়োজন সম্পন্ন করা হয়েছে। এমনিতেই প্রতি বছর ঈদ মৌসুমে এখানে বিপুলসংখ্যক পর্যটক সমাগম ঘটে। এবারও এর ব্যতিক্রম হবে না। পর্যটকরা এখানে এসে একই সঙ্গে পাহাড়, নদী, বৃক্ষ আর সবুজের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি স্বচক্ষে দেখতে পাবেন পাহাড়ের জীববৈচিত্র্যের অন্যরকম সৌন্দর্য। কাপ্তাই ন্যাশনাল পার্কে রয়েছে সুউচ্চ পর্যবেক্ষণ টাওয়ার। এখানে উঠে সমগ্র কাপ্তাই উপজেলার সবুজ পাহাড়ের সৌন্দর্য এক নজরে উপভোগ করা যায়। চট্টগ্রাম কাপ্তাই সড়ক ধরে কাপ্তাই উপজেলার শীলছড়ি এলাকা অতিক্রম করলেই ন্যাশনাল পার্কে সুবিশাল দুটি হাতি (কৃত্রিম) পর্যটকদের অভ্যর্থনা জানায়। এর পর থেকেই শুরু হয় পর্যটকদে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের যাবতীয় অনুষঙ্গ।
কাপ্তাই ৪ ওয়াগ্গা বিজিবি জোন কমান্ডার লে. কর্নেল আকতার শহীদ পিএসসি জানান, ঈদ উপলক্ষে বিজিবি পরিচালিত জুম রেস্তোরাঁকে বর্ণীল আয়োজনে সাজানো হয়েছে। কাপ্তাইয়ে জুম ১০ বছরেরও বেশি সময় ধরে পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় মনোরম পর্যটন স্পট। এখানে এলেই যে কোনো পর্যটকের মনে প্রকৃতি প্রেম জাগ্রত হবেই। জুম রেস্তোরাঁ নাম হলেও এটি কাপ্তাই উপজেলার একটি বৃহত্তম পর্যটন স্পট। এখানে এলেই উপভোগ করা যাবে শান্ত শীতল কর্ণফুলী নদীর অপার সৌন্দর্য, আকাশ, পাহাড়, নদী প্রকৃতির একই সমান্তরালে অপরূপ মিলন।
Source: Daily Amardesh

No comments:

Post a Comment