Search This Blog

FCO Travel Advice

Bangladesh Travel Advice

AFRICA Travel Widget

Asia Travel Widget

Thursday, November 18, 2010

নিঝুম দ্বীপের খনিজ বালু

নিঝুম দ্বীপের খনিজ বালু

প্রকৃতির সৃষ্টি আর রহস্যঘেরা নিঝুম দ্বীপে কী পরিমাণ খনিজসম্পদ আছে, তার সঠিক অনুসন্ধান আজও হয়নি। সরকারের সংশ্লিষ্ট বিভাগ এসব ব্যাপারে একেবারেই উদাসীন। তবে এই দ্বীপের সোনালি বালু যে অতি মূল্যবান খনিজসম্পদ তা নিশ্চিত হওয়া গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ, বাংলাদেশ আণবিক শক্তি কমিশন ও একাধিক উত্সুক গবেষকের গবেষণা প্রতিবেদন এই দ্বীপের বালুতে মূল্যবান খনিজ পদার্থের উপস্থিতি নিশ্চিত করেছে।
নিঝুম দ্বীপের যে বালুর ঢিবি একসময় ডুবোচরের জন্ম দিয়েছিল, বালুর সঙ্গে নদীর প্রবহমান স্রোতের ধাক্কায় সৃষ্ট পানির তাণ্ডব দেখে জেলেদের হৃদয় আঁতকে উঠেছিল, সেই বালু আসলে সোনার চেয়েও দামি খনিজসম্পদ। বর্তমানেও নিঝুম দ্বীপের বুকজুড়ে ছোট-বড় অসংখ্য বালুর ঢিবি লক্ষ্য করা যায়। দ্বীপের মানুষ বিশ্বাস করে, নিঝুম দ্বীপে অনেক সম্পদ আছে। এর মধ্যে উর্বর ফসলি জমি। দ্বীপের চারধারে রয়েছে বিপুল মত্স্যভাণ্ডার। বনের গাছগাছালিও বড় সম্পদ। তবে বালুর প্রতি তাদের নজর নেই। বালুর কোনো গুরুত্ব এই দ্বীপে এখনও নেই। নিঝুম দ্বীপের সোনালি বালু সম্পর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ এবং বাংলাদেশ আণবিক শক্তি কমিশন এই দ্বীপের বালু নিয়ে গবেষণা শুরু করেছে। এছাড়া নিঝুম দ্বীপের বালু নিয়ে গবেষণা করছেন বন বিভাগের কর্মকর্তা অসিত্ রঞ্জন পাল। তিনি জানান, নিঝুম দ্বীপের বালুর সঙ্গে রয়েছে মূল্যবান খনিজসম্পদ। এই বালুতে রয়েছে গধমহপষরফ, এধত্হবষ তরত্পড়হ, জঁঃঢ়ষব জাতীয় অতি মূল্যবান পদার্থ যা লৌহশিল্প, গ্লাসশিল্প ও নিউক্লিয়ার প্লাটের জন্য জরুরি ও মূল্যবান উপকরণ।

No comments:

Post a Comment