ম্রো বসতি বাগানপাড়া চিম্বুক,বান্দরবান বান্দরবান শহর থেকে চাঁদের গাড়িতে বান্দরবান-চিম্বুক সড়কের ১৫ কিলোমিটার পয়েন্টে নেমে ডান দিকের পাহাড়ি ঢালু পথ ধরে মিনিট দশেক হাঁটলেই অনিন্দ্যসুন্দর ম্রো বসতি বাগানপাড়া। পাড়ায় ঢোকার মুখে ঝুল বারান্দাসহ চমৎকার একটি মাচান। দূর পাহাড়ের মেঘের খেলা দেখতে হলে কয়েক দণ্ড এখানে বসতেই হবে। সামনেই ঢাউস মাচানঘরে পড়ার আওয়াজ টা...ঙি...ইউ...মিম...বা...দা...আ...ফি। ম্রো ভাষার বর্ণমালা শিখছে শিশুরা।বর্ষা মৌসুমে পাহাড়ের ভাঁজে ভাঁজে জুমের সবুজ ধান। সেপ্টেম্বরের শেষ ভাগে ওই পাহাড়েই সোনালি রঙের খেলা। পাকা ধান গোলায় উঠলেই পাড়ার ঘরে ঘরে নবান্ন উৎসব। নভেম্বরে জীবনসঙ্গী পাওয়ার আশায় অন্য পাড়ার যুবকরা কানে রঙিন ফুল, চুলের ঝুঁটিতে চিরুনি এবং ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক মেখে জোছনা রাতে ঘুরে বেড়াতে আসে এ পাড়ায়। এ পাড়ার যুবকরা একই সাজ নিয়ে অন্য পাড়ায় যায়।জনসংখ্যার দিক থেকে বান্দরবান পার্বত্য জেলার দ্বিতীয় বৃহত্তম ম্রো পাড়া এটি। ম্রোরা নিভৃতচারী ও লাজুক। সারা দেশে কেবল বান্দরবানেই এরা বাস করে।লেখা ও ছবি : মনু ইসলাম
শিক্ষা হাতের মুঠোয় ভাষা শেখা
-
নতুন একটা ভাষা শেখার অর্থ হলো আপনার সামনে নতুন একটা জানালা খুলে যাওয়া। অনেক
কিছু জানার সুযোগ তো আছেই। উচ্চশিক্ষা, চাকরি, ক্যারিয়ারের জন্যও এটি আপনাকে
...
No comments:
Post a Comment