Search This Blog

FCO Travel Advice

Bangladesh Travel Advice

AFRICA Travel Widget

Asia Travel Widget

Monday, June 28, 2010

পাহাড়ে বৃষ্টি, বান্দরবান

পাহাড়ে বৃষ্টি, বান্দরবান

কবি লিখেছেন, 'এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিষায়।' কবির মতো করে তাঁর কানে কানে কিছু বলতে চাইলে এই বর্ষায় বান্দরবানের চেয়ে ভালো জায়গা আর কী হতে পারে! বান্দরবানের রিসোর্টগুলোর কোনো একটায় বসে দূর পাহাড়ে ঝুম বৃষ্টি দেখে মনে ঘোর লেগে যাবে সত্যি। বান্দরবান শহর থেকে তিন কিলোমিটার এগোলেই এক চিলতে বনের ভেতর মিলনছড়ি রিসোর্ট। ট্যুর অপারেটর প্রতিষ্ঠান 'দি গাইড ট্যুরস' এটি পরিচালনা করে। পাহাড়ের খাঁজে খাঁজে কাঠের তক্তা বসিয়ে বানানো সিঁড়ি। এই সিঁড়ি গেছে রিসোর্টের রেস্টুরেন্ট রি গ্রি খ্যাংয়ে ও কটেজগুলোয়। কটেজে রুমপ্রতি ভাড়া এক হাজার ৬০০ থেকে দুই হাজার ৫০০ টাকা। ঢাকার গুলশানে দি গাইড ট্যুরসের প্রধান কার্যালয় থেকে বুকিং নিয়ে এলে ভালো। বান্দরবান শহরে রিসোর্টের অভ্যর্থনা কেন্দ্র আছে। আরো আছে নীলগিরি রিসোর্ট। মেঘের রাজ্যেই এর অবস্থান। বান্দরবান শহর থেকে ৫০ কিলোমিটার দূরে বান্দরবান-থানচি সড়কের পাশে প্রায় তিন হাজার ফুট উঁচু পাহাড় চূড়ায় এই রিসোর্ট। বাংলাদেশ সেনাবাহিনী এটি পরিচালনা করে। সরাসরি নীলগিরি রিসোর্টের অভ্যর্থনা কেন্দ্রে এসেও বুকিং নেওয়া যায়। এই রিসোর্টে রুমপ্রতি ভাড়া তিন হাজার ৫০০ থেকে ছয় হাজার ৫০০ টাকা।
Source: radioweb24.com

No comments:

Post a Comment