মারমাগ্রাম টিনডু থানচি, বান্দরবান পাহাড়ে আমাদের এবারের গন্তব্য শঙ্খ নদের উজানে মিয়ানমার সীমান্তের কাছে মদক। সকালে বান্দরবান পেঁৗছে সময় বাঁচানোর জন্য থানচি পর্যন্ত জিপ রিজার্ভ করে নিয়েছিলাম। ভাড়া নিল দুই হাজার ৬০০ টাকা। সময় লাগল তিন ঘণ্টা। বাকি পথ নৌকায় বা হেঁটে। দুপুর দেড়টা নাগাদ আমাদের নৌকাযাত্রা শুরু হলো। থানচি থেকে বড় মদকের এই পথে সারাক্ষণই পাখির কলকাকলি শোনা যায়। আমরা খঞ্জন, চেরালেজ, টিটি, মাছরাঙা, বক, বাজ, ধনেশ দেখেছিলামও। সন্ধ্যা সাড়ে ৬টায় আমাদের নৌকা ভিড়েছিল টিনডুঘাটে। টিনডু একটি মারমাগ্রাম। ২৫টি পরিবারের দেড় শ মানুষ এখানে বাস করে। আদিবাসীদের মধ্যে মারমা আর ত্রিপুরারা সাধারণত নদী ও ঝিরির ধারে থাকে। তিন দিন ভ্রমণে ঢাকা থেকে টিনডু গিয়ে আবার ঢাকায় ফিরে আসতে ছয়জনের দলের প্রত্যেকের খরচ পড়বে দুই হাজার ৫০০ থেকে দুই হাজার ৮০০ টাকা।
লেখা ও ছবি : এম এ মুহিত
No comments:
Post a Comment