Search This Blog

AFRICA Travel Widget

Error loading feed.

Asia Travel Widget

Error loading feed.

Wednesday, December 1, 2010

আনোয়ারা-বাঁশখালী সড়কে সবুজ বৃক্ষের সমারোহ

আনোয়ারা-বাঁশখালী সড়কে সবুজ বৃক্ষের সমারোহ

০০আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

বৃক্ষ শুধু মানুষের উপকারই করে না, প্রকৃতিকে অপরূপ সাজে সজ্জিত করে মোহনীয় পরিবেশের সৃষ্টি করে। সামাজিক বনায়ন প্রকল্পের অধীন রাস্তার দু'ধারে বৃক্ষ রোপণ করে এ ধরনের মোহনীয় পরিবেশের সৃষ্টি করা হয়েছে আনোয়ারা-বাঁশখালী সড়কে। পশ্চিম পটিয়ার ভেলস্নাপাড়া ক্রসিং থেকে আনোয়ারা চাতরী চৌমুহনী পর্যন্ত ৪/৫ কিলোমিটার সড়কের দু'পাশে লাগানো ফুলকড়ই গাছগুলো এক মোহনীয় পরিবেশের সৃষ্টি করেছে। ১৯৯৪-৯৫ সালের দিকে সড়ক ও জনপথ বিভাগ এখানে কয়েক হাজার কড়ই গাছ রোপণ করে। বর্তমানে এই গাছগুলো বিশাল আকার ধারণ করেছে। রাস্তার দু'পাশে লাগানো গাছগুলো রাস্তার উপর এমনভাবে মিশে গেছে যে, দেখলে মনে হবে কোন সুদক্ষ শিল্পী সুনিপুণভাবে সবুজ চাদর দিয়ে পুরো এলাকাকে ঢেকে দিয়েছে। গাছগুলো পুরো এলাকার পরিবেশ পাল্টে দিয়েছে। এখানে আসলে সবার মন অন্যরকম হয়ে যায়। গ্রীষ্মকালে পরিশ্রান্ত পথিক সুশীতল ছায়ার নিচে বসে বিশ্রাম নেন। অনেক প্রকৃতি- প্রেমিক আসেন গাছগুলোর সৌন্দর্য উপভোগ করার জন্য। গাছগুলো শুধু সৌন্দর্য বর্ধন করছে না, রাস্তার ভাঙ্গন রোধে বিশেষ ভূমিকা রাখছে। বর্তমানে এই গাছগুলো মূল্যবান সম্পদে পরিণত হয়েছে।

No comments:

Post a Comment